অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে কম পরিমানে খাদ‍্য সামগ্ৰী দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা মালদার হবিবপুরে

22nd April 2020 মালদা
অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে কম পরিমানে খাদ‍্য সামগ্ৰী দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা মালদার হবিবপুরে


দেবাশীষ পাল ( মালদা ) : শিশুদের বরাদ্দ খাদ্য সামগ্রী ওজনে কম পয়ে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস সেন্টারে।  হবিবপুর ব্লকের  ছাতিয়ানগাছি এলাকার বারুইপাড়া এলাকায় একটি আইসিডিএস সেন্টারে বাচ্চাদের জন্য চাল, ডাল, আলু বরাদ্দ হয় সেই বরাদ্দ জিনিসগুলো বুধবার থেকে বিতরণ শুরু হয় অভিভাবকদের হাতে দেওয়া। এদিন সকালে  এই আইসিডিএস সেন্টারে অভিভাবকরা খাদ্য সামগ্রী নিতে গেলে দেখা যায় যে দু কিলো চালের জায়গায় ১ কেজি ৬০০ গ্রাম চাল, ২ কেজি আলুর জায়গায় ১ কেজি ৮০০ গ্রাম ছোট ছোট আলু এবং ২৫০ গ্রাম ডালের জায়গাতে ২০০ গ্রাম করে ডাল দেওয়া হচ্ছে, এই জিনিস দেখে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন এবং আইসিডিএস সেন্টারের জিনিস নেওয়া বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিভাবিকা দের দাবি যে সরকার আমাদের ভালো জিনিস বরাদ্দ করছে ঠিকই কিন্তু এই আইসিডিএস কর্মীরা ইচ্ছা করেই ওজনে কম এবং খারাপ জিনিস দিচ্ছে তাই আমরা কোন মতেই এই চাল ডাল নেব না, কারণ ডালে পোকা ধরা চালে পোকা ধরা এবং ওজনে কম। পোকা ধরা চাল এবং পচা আলু খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে ।এই নিয়ে আইসিডিএস সেন্টারে উত্তেজনা ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অাইহো  পঞ্চায়েতর সদস্য অমৃত হালদার ঘটনা স্থলে পৌছায় পুরো বিষয় দেখেন নিজে থেকে, আবার নতুন করে ওজন করে চাল,ডাল, আলু  সামগ্রিক দেওয়া কাজ শুরু করেন।





Others News